অনেকে হয়ত চাই যদি গুগল প্লে স্টোর হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করা যেত তবে ফোনের জন্য আর নেট কিনতে হতো না । পিসির জন্য এমবি কেনা থাকলেও মোবাইল এর একটি apps এর জন্য আবার মোবাইল এর জন্য apps নেট কিনতে হবে । আর বাংলা দেশের নেটের যে দাম তাতে এতো নেট কিনে আমার মত যারা স্টুডেন্ট আছেন তাদের নিশ্চিই খরচ টা একটু বেশি হয়ে যায় । তাই আপনাদের আজকে একটি চরম ও গরম টিপস দিবো জা দিয়ে অতি সহজে গুগল প্লে হতে পিসি দিয়ে অ্যাপস ডাউনলোড করতে পারবেন একদম সহজ নিয়মে ।
তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন -
প্রথমে গুগল প্লে স্টোরে যান – https://play.google.com/store
তার পরে আপনার অ্যাপস টি নির্বাচান করুন যেমন আমি একটি উদাহরণ দিলাম ধরুন আপনার গুগল আপ্পস এর লিঙ্ক নিচের পিকচার এর মত এইটা
এবার আপনার অ্যাপস এর লিঙ্কটা কপি করে রেখে দিন ।
তারপরে নিচের এই লিঙ্কে এ প্রবেশ করুন – অ্যাপস ডাউনলোড
উপরের ছবির মত আপনার আপনার কপি করা লিঙ্কটি পেস্ট করে দিন এবংGenerate Download Link এ কিল্ক করুন ।
কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, করুন। লিঙ্ক Generate হয়ে গেলে নিচের ছবি এর মত আসবে।
Click to Download এ কিল্ক করুন তাহলে অ্যাপস টি ডাউনলোড হতে শুরু করবে ।
তাহলে আজ এই পর্যন্ত । সবাই ভাল থাকবেন, কিছু জানার থাকলে মন্তব্য করুন ।
৯:১৮ PM
Share:

About
0 মন্তব্য(গুলি):